স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ নভেম্বর : হার্দিকের পরিবর্ত পেয়ে গিয়েছে ভারত! তেমনই ইঙ্গিত টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের। এশিয়া কাপে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে তাঁর অনুপস্থিতি অলরাউন্ড পারফরম্যান্সে বুঝতে দেননি শিবম দুবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট এবং বল হাতে দলকে ভরসা জুগিয়েছেন তিনি। সেই কারণেই শিবম দুবেকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন কোচ অভিষেক নায়ার।
সম্প্রচারকারী চ্যানেলকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বলেন, “হার্দিক দুর্দান্ত অলরাউন্ডার। ওকে দলে প্রয়োজন। এ কথা আমরা সব সময় বলি। তবে একের পর এক ম্যাচে শিবম দুবে দেখিয়ে দিয়েছে, অলরাউন্ডার হওয়ার যাবতীয় মশলা ওর মধ্যে রয়েছে। ও কিন্তু বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। উইকেটও পায়। বিভিন্ন পরিস্থিতিতে ব্যাট হাতেও অবদান রাখে।”
তিনি আরও বলেন, “সিম বোলিং অলরাউন্ডার হিসাবে যে কাজটা হার্দিক করে, সেটাই কিন্তু করে দেখাচ্ছে শিবম। সুতরাং হার্দিকের অভাব অনেকটাই ঘুচিয়ে দিচ্ছে শিবম। তাই ওকে বাদ দেওয়ার আগে টিম ম্যানেজমেন্টকে ভারতে হবে।” উল্লেখ্য, গোল্ড কোস্টে চতুর্থ টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শিবমকে। ১৮ বলে ২২ রান করেন। বল হাতেও ২০ রানে ২ উইকেট নেন।
অভিষেকের সংযোজন, “অস্ট্রেলিয়া যখন দ্রুত রান তুলছিল, তখন বল হাতে দু’টি বড় উইকেট নিয়েছে শিবম। নিজেও রান করেছে। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য যা যা দরকার, সব কিছুই কিন্তু করছে ও।” উল্লেখ্য, অজি অধিনায়ক মিচেল মার্শ এবং টিম ডেভিডের উইকেট পান শিবম।

