ওয়ানাড, ১ জুলাই (হি.স.) : প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের। কেরলের ওয়ানাডে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেছেন, “বর্তমানে আমাদের কৃষক ও কৃষির প্রতি অবহেলা করা হচ্ছে। প্রকৃত সহায়তা ছাড়াই নিজেদের অবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কৃষকদের। সমস্ত দিক থেকে তাঁদের দমিয়ে রাখা হয়। আমাদের কৃষক ও কৃষিকে রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হবে।” শুক্রবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে রাজ্যের কংগ্রেস নেতা ও কর্মীরা স্বাগত জানান। সেখান থেকে তিনি যান নিজের সংসদীয় কেন্দ্র ওয়ানাডে।
এদিন নিজের অফিসে ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “এটি ওয়ানাডের জনগণের অফিস। যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। হিংসা কখনও সমস্যার সমাধান করে না। যারা এটা করেছে তাঁরা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করেছে। তাঁদের প্রতি আমার কোনও শত্রুতা নেই।” এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। ওয়েনাডের কালপেট্টা কালেক্টরেট-এ এদিন দিশা বৈঠকেও অংশ নেন রাহুল।