নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): সকলের জন্য সুলভ, সাশ্রয়ী এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত দেশ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। তিনি সকলের জন্য সুলভ, সাশ্রয়ী এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবার দিকে দেশের অগ্রগতির উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, এক লক্ষ ৭৭ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যসেবাকে দেশবাসীর আরও কাছে নিয়ে আসছে এবং ই-সঞ্জীবনীর মতো প্ল্যাটফর্মগুলি বিশেষজ্ঞ সেবার অ্যাক্সেসকে গণতান্ত্রিক করেছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি নিবন্ধে নাড্ডা জানান, মিশন ইন্দ্রধনুষের আওতায় ৫.৪৬ কোটি শিশু এবং ১.৩২ কোটি গর্ভবতী মহিলাকে টিকা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রসংঘের মাতৃমৃত্যু মূল্যায়ন আন্তঃ-সংস্থা গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, ভারতে মাতৃমৃত্যুর হার ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী গড় ৪৮ শতাংশ হ্রাসের প্রায় দ্বিগুণ।