Sunday, February 16, 2025
বাড়িজাতীয়গুজরাট দাঙ্গা : মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিটের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

গুজরাট দাঙ্গা : মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিটের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে



নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আহমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসানও।


দাঙ্গার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্যপ্রমাণের অভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ রাখে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ। এরপর শুক্রবার রায় ঘোষণা করা হয়েছে। এদিন এহসান জাফরির স্ত্রী জাকিয়ার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য