Saturday, February 15, 2025
বাড়িজাতীয়শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায় : সঞ্জয় রাউত

শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায় : সঞ্জয় রাউত


মুম্বই, ২৪ জুন (হি.স.): মহাসঙ্কটে মহারাষ্ট্র সরকার, মহা বিকাশ অগাড়ি (এমভিএ) সরকারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এমতাবস্থায় শিবসেনার নেতা সঞ্জয় রাউত জানালেন, শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ১২ জন বিধায়ককে (একনাথ শিন্ডের শিবির) ডিসকোয়ালিফাই ঘোষণা করার প্রক্রিয়া চলছে, তাঁদের সংখ্যা কেবল কাগজপত্রে রয়েছে। সঞ্জয় রাউত দাবি করে বলেছেন, শিবসেনা একটি বড় সাগর, এমন ঢেউ আসে আর যায়।

এদিকে, এনসিপি প্রধান শরদ পওয়ারকে হুমকির অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, এমনই দাবি করেছেন সঞ্জয় রাউত। এদিন প্রথমে টুইটারে ও পরে সাংবাদিকদের মুখোমুখি এই দাবি করেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত এদিন টুইট করে জানান, “বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যদি মহা বিকাশ অগাড়ি (এমভিএ) সরকারকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে শরদ পওয়ারকে বাড়িতে যেতে দেওয়া হবে না। এমভিএ সরকার টিকে থাকুক বা না থাকুক, শরদ পওয়ারের প্রতি এই ধরনের ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয়।” রাউত পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “শরদ পওয়ারজিকে হুমকি দিচ্ছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। এই ধরনের হুমকিতে কি মোদীজি এবং অমিত শাহজির সমর্থন আছে?”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য