নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের সর্বসম্মত প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। মঙ্গলবার দুপুরে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে ১৮টি জোটের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর পওয়ার, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতারা সাংবাদিক সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। এনসিপি পওয়ার শরদ পওয়ার বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শিবিরের সর্বসম্মত প্রার্থী হবেন যশবন্ত সিনহা।’’
মঙ্গলবার সকালে পওয়ারের দিল্লির বাসভবনে ইয়েচুরি, খাড়গেরা মিলিত হয়েছিলেন। সেখানেই যশবন্তের নাম কার্যত চূড়ান্ত হয়ে যায়। এর পর যশবন্ত নিজে টুইট করে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ারও ইচ্ছাপ্রকাশ করেন। সেই টুইটে তিনি কৃতজ্ঞতা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, দল থেকে অব্যাহতি চান। এদিন বিরোধীদের বৈঠক শেষে এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, আগামী ২৭ জুন বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে চলেছি আমরা।