Friday, February 7, 2025
বাড়িজাতীয়উত্তর প্রদেশে অগ্নিপথ-বিক্ষোভে ৪ জেলায় ৬টি এফআইআর, ধৃত মোট ২৬০ জন

উত্তর প্রদেশে অগ্নিপথ-বিক্ষোভে ৪ জেলায় ৬টি এফআইআর, ধৃত মোট ২৬০ জন

লখনউ, ১৮ জুন (হি.স.): উত্তর প্রদেশের ৪টি জেলায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় ৬টি এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোট ২৬০ জনকে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত উত্তর প্রদেশের ৪টি জেলায় ৬টি এফআইআর ও ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে শুক্রবার উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখান সেনাবাহিনীর চাকরি প্রার্থীরা। কোথাও কোথাও হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ ও প্রতিবাদ। আগুন জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনে।

বিক্ষোভ ও হিংসার ঘটনায় উত্তর প্রদেশের ফিরোজাবাদে একটি, আলিগড়ে একটি, বারাণসী কমিশনারেটে তিনটি ও গৌতমবুদ্ধনগর কমিশনারেটে একটি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৬০ জনকে, সবথেকে বেশি ধৃতের সংখ্যা বালিয়ায়, সেখানে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মথুরার গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে আলিগড়ে, বারাণসী কমিশনারেটে ২৭ জনকে ও গৌতমবুদ্ধনগর কমিশনারেটে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য