গান্ধীনগর, ১৮ জুন (হি.স.): হাজারো ব্যস্ততার মধ্যেও মায়ের শততম জন্মদিনে নিজের বাড়ি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ জুন, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর ১০০ তম জন্মদিন, সেই উপলক্ষ্যে এদিন সকালে গান্ধীনগরের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। মায়ের সঙ্গে অনেকটা সময় কাটান মোদী, জন্মদিনে মায়ের পা ধুয়ে দেন তিনি। পা ছুঁয়ে মা’কে প্রণাম করেন তিনি।
গান্ধীনগরের রাইসান গ্রামে ছোট ছেলে পঙ্কজের সঙ্গে থাকেন হীরাবেন। মায়ের জন্মদিন উপলক্ষে এদিন নব চণ্ডী যজ্ঞের আয়োজন করা হয়েছে। শনিবার অনেক সকালেই গান্ধীনগরের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের মায়ের হাত থেকে খাবারও খান তিনি। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়েছি। তিনি আরও জানান, “মা, শুধুমাত্র একটি শব্দ নয়, জীবনের অনুভূতি, যার মধ্যে ভালবাসা, ধৈর্য, বিশ্বাস, সমস্ত কিছু রয়েছে।” মায়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর বাড়ি থেকে রওনা হন মোদী।