পাটনা, ১৭ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ক্রমেই উত্তপ্ত ও অগ্নিগর্ভ হয়ে উঠছে বিহার। বিহারে আবারও হিংসাত্মক হয়ে উঠেছে অগ্নিপথ বিরোধী বিক্ষোভ। লাকিসরাই জংশন স্টেশনে আগুনে জ্বলল ট্রেন। বিক্ষোভের আঁচ পৌঁছেছে উত্তর প্রদেশের বালিয়া রেল স্টেশনেও। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল সুরক্ষা বাহিনী।
‘অগ্নিপথ’ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে এখন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে। কিন্তু, বিক্ষোভের নামে হিংসা সবথেকে বেশি হচ্ছে বিহারে। বৃহস্পতিবারই বিহারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তিনটি ট্রেনে। এরপর শুক্রবার লাকিসরাই জংশন স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ট্রেনে। পুলিশ জানিয়েছে, ভিডিও তুলতে বাধা দেওয়া হয়, এমনকি ফোন কেড়েও নেওয়া হয়। ৪-৫ বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীরা নিজেরাই ট্রেনের বাইরে বেরিয়ে আসেন।
অন্যদিকে, উত্তর প্রদেশের বালিয়া রেল স্টেশনে এদিন সকালে জড়ো হয় বিক্ষোভকারীদের ভিড়। সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ। বালিয়ার জেলাশাসক সৌম্য আগরওয়াল জানিয়েছেন, ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। পাথর ছোড়ার চেষ্টা করা হয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।