Thursday, June 19, 2025
বাড়িজাতীয়বেঙ্গালুরু কাণ্ডের পর বড়সড় পদক্ষেপের পথে কর্নাটক সরকার

বেঙ্গালুরু কাণ্ডের পর বড়সড় পদক্ষেপের পথে কর্নাটক সরকার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ জুন : বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনার পর বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কর্নাটক সরকার। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে তাই এবার চিন্নাস্বামী স্টেডিয়ামকে অন্যত্র সরানোর পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

তিনি বলেন, “সরকার দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবছে। তাই স্টেডিয়ামটিকে আমরা অন্য কোনও জায়গায় স্থানান্তরের কথা ভাবছি।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও সরকারের আমলেই এই ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটা উচিত নয়। ব্যক্তিগতভাবে এই ঘটনা আমাকে আহত করেছে। কর্তব্যে গাফিলতির জন্য ইতিমধ্যেই পাঁচজন পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ প্রধান এবং আমার সচিবকেও বদলি করা হয়েছে।”

এদিকে গোটা ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিজেপি এবং জেডিএস। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শোভা করন্ডলাজে বলেন, “সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের হাতে রক্ত লগে আছে।” পাশাপাশি, তিনি তাঁদের পদত্যাগেরও দাবি জানিয়েছেন। যদিও তাঁর এই মন্তব্যের পর পালটা কটাক্ষ করতে ছাড়েননি সিদ্দারামাইয়াও। তাঁর প্রশ্ন, “কুম্ভমেলায় এত মানুষের মৃত্যু হওয়ার পর কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন? বিজেপি এবং জেডিএস কি তখন তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল?” সিদ্দারামাইয়ার সংযোজন, “এই ঘটনাটি দুঃখজনক। কিন্তু এতে প্রশাসন দায়ী নয়। ঘটনায় দোষী সাব্যস্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সরকারের এতে বিব্রত হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য