নয়াদিল্লি, ৩ জুন(হি.স) : দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে শুক্রবার পাঁচ রাজ্যকে চিঠি দিল স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরল রাজ্য।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের জারি করা একটি চিঠিতে এই পাঁচটি রাজ্যকে সংক্রমণের বিস্তার পর্যবেক্ষণ করতে এবং করোনা বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সংক্রমণের হার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।তামিলনাড়ুর প্রিন্সিপাল সেক্রেটারিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের লেখা চিঠিতে বলা হয়েছে, গত পাঁচ দিনে রাজ্যে করোনা সংক্রমণ দ্বিগুণ হয়েছে। যা দেশে নতুন আক্রান্তের ৩.১৩ শতাংশ। রাজ্যগুলিকে সমস্ত যোগ্য ব্যক্তিদের টিকা দেওয়ার পাশাপাশি টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেশন এবং করোনার উপযুক্ত অনুশীলনের কৌশল অনুসরণ করতে বলা হয়েছে।একইভাবে কেরল, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং কর্ণাটকেও নতুনভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই রাজ্যগুলিকে একটি চিঠি লিখেছেন, এলাকায় নিয়মিত নজরদারি এবং পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।