Sunday, February 9, 2025
বাড়িজাতীয়বিজেপিতে যোগ দিলেন হার্দিক, বললেন মোদীজির সৈনিক হিসেবে আমি কাজ করব

বিজেপিতে যোগ দিলেন হার্দিক, বললেন মোদীজির সৈনিক হিসেবে আমি কাজ করব

গান্ধীনগর, ২ জুন (হি.স.): ‘নতুন অধ্যায়’-এর সূচনা করলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। আনুষ্ঠানিকভাবে বৃগস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন তিনি। এদিন গান্ধীনগরে উত্তরীয় পরিয়ে হার্দিককে গেরুয়া শিবিরে স্বাগত জানানো হয়। বিজেপিতে যোগ দেওয়ার আগেই হার্দিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে কাজ করবেন তিনি।

বিজেপি-তে যোগ দেওয়ার প্রাক্কালে এদিন সকালে পূজার্চনা করেন হার্দিক প্যাটেল। আহমেদাবাদে নিজ বাসভবনেই পূজার্চনা করেন হার্দিক প্যাটেল। বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে টুইট করে হার্দিক জানিয়েছেন, মোদীজির ছোট সৈনিক হিসেবে তিনি কাজ করবেন। এদিন সকালে টুইট করে হার্দিক প্যাটেল জানিয়েছেন, “জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে, জনস্বার্থে ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশের সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।” প্রসঙ্গত, কিছু দিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন হার্দিক প্যাটেল। এবার গুজরাটে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

গান্ধীনগরে গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সিআর পাটিলের নেতৃত্বে বৃহস্পতিবার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন হার্দিক। বিজেপি মনে করছে, হার্দিককে পাওয়া গুজরাট ভোটের আগে যথেষ্ট স্বস্তিজনক। গত বিধানসভা ভোটের আগে যখন যেখানে সভা করেছিলেন হার্দিক, গড়ে আড়াই লাখ মানুষের ঢল ছিল। বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়ে সুরাট থেকে রাজকোট মোদী-বিরোধী স্লোগানে ভরিয়ে দিয়েছিলেন তিনি। এ বার উল্টো স্লোগান দিয়ে বিরোধীদের রাতের ঘুম কাড়তে মাঠে নামবেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য