নয়াদিল্লি, ২৬ মে (হি. স.) : স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ কোনও ভাবে আইনি হস্তক্ষেপও করা যাবে না৷ এমনই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷
শীর্ষ আদালতে বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছে, দেহ ব্যবসাও একটি পেশা এবং যৌনকর্মীদেরও সম্মান এবং সমান নিরাপত্তা প্রাপ্য৷
ডিভিশন বেঞ্চ জানায়, ‘যৌনকর্মীদেরও সমান আইনি অধিকার রয়েছে৷ শুধুমাত্র যৌনকর্মীর বয়স এবং তার এই পেশায় সম্মতি রয়েছে কি না, তা বিবেচনা করেই সবক্ষেত্রে সমান ভাবে আইনি পদক্ষেপ করতে হবে৷ যদিও দেখা যায় যৌনকর্মী একজন প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় এই পেশায় রয়েছে, তাহলে কোনও ব্যবস্থা নেওয়ার থেকে পুলিশকে বিরত থাকতে হবে৷ এটা বলার অপেক্ষা রাখে না যে এ দেশের সব পেশার মানুষেরই সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে৷’
তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, কোনও অভিযান চালিয়ে যৌনকর্মীদের গ্রেফতার, জরিমানা বা হেনস্থা করতে পারবে না পুলিশ৷ কারণ পতিতালয় চালানো অবৈধ হলেও স্বেচ্ছায় দেহ ব্যবসায় যুক্ত হওয়াটা বেআইনি নয়৷