Thursday, March 28, 2024
বাড়িজাতীয়কংগ্রেসের বিরুদ্ধে তোপ হার্দিকের, বললেন ৩৩ বছর ধরে ৭-৮ জন চালাচ্ছে দল

কংগ্রেসের বিরুদ্ধে তোপ হার্দিকের, বললেন ৩৩ বছর ধরে ৭-৮ জন চালাচ্ছে দল

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.): কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন একদিন আগেই, কংগ্রেস-ত্যাগ করার পরবর্তী দিনই সোনিয়া গান্ধীর দলের বিরুদ্ধে তোপ দাগলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। বৃহস্পতিবার আহমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক প্যাটেল বলেছেন, “বিগত ৩৩ বছর ধরে ৭-৮ জনই কংগ্রেসকে চালাচ্ছে। আমার মতো কর্মীরা প্রতিদিন ৫০০-৬০০ কিলোমিটার ভ্রমণ করেন। আমি যদি মানুষের মধ্যে গিয়ে তাঁদের অবস্থা জানার চেষ্টা করি, তাহলে বড় নেতারা এসি চেম্বারে বসে সেই প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা করছেন।” বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও খন্ডন করেছেন হার্দিক প্যাটেল। তাঁর কথায়, “আমি এখনও বিজেপিতে যাইনি, অথবা যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্তও নিইনি।”

কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে হার্দিক প্যাটেল এদিন বলেছেন, “দলে আলোচনা চলছে মানুষ একঘেয়েমি হলেই কংগ্রেসকে ভোট দেবে। আমি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গুজরাটের সমস্যা নিয়ে কথা বলেছি । রাহুল আমাকে জিজ্ঞাসা করেছেন এবং আমি তাঁকে জনিয়েছিলাম। তখনই আমাকে উপেক্ষা করা হয়েছিল। আমি দুঃখ নিয়ে নয়, সাহস নিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” হার্দিক এদিন আরও বলেছেন, “গুজরাটে পাতিদার সম্প্রদায় হোক অথবা অন্য কোনও সম্প্রদায়, কংগ্রেসে তাঁদের ভুগতে হয়েছে। কংগ্রেসে সত্য কথা বললে বড় নেতারা আপনার সম্মানহানি করবে এবং এটাই তাঁদের কৌশল।” হার্দিকের কথায়, “গুজরাটে শুধুমাত্র হার্দিকই নন যিনি কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ। গুজরাটে অনেক নেতা ও বিধায়ক আছেন যারা কংগ্রেসকে ব্যবহার করেন। ক্ষমতায় বসে দলের প্রশংসা করার অর্থ এই নয় যে দল তাঁদের মুখ্যমন্ত্রী বানাতে পারে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য