Friday, February 14, 2025
বাড়িজাতীয়পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই সরকারের অগ্রাধিকার : অমিত শাহ

পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই সরকারের অগ্রাধিকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কোনও রকম সমস্যা ছাড়া পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকার। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে মঙ্গলবার উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তীর্থযাত্রীরা যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হন এবং খুব সহজেই তাঁরা দর্শন করতে পারেন, সেটাই কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার।

অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে মঙ্গলবার উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে নিরাপত্তাকেই যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে তা বলাইবাহুল্য। মঙ্গলবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং, ডিজি বিআরও লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী প্রমুখ। এছাড়াও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র অফিসার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা উপস্থিত ছিলেন। উচ্চ-পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র প্রধান অরবিন্দ কুমার এবং জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে এদিন উচ্চ-স্তরের বৈঠক করা হয়েছে। প্রসঙ্গত, দুই বছরের ব্যবধানে আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে এদিন উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য