Thursday, May 8, 2025
বাড়িজাতীয়আল কায়েদার সঙ্গে সরাসরি যোগ! ঝাড়খণ্ডে মহিলা-সহ গ্রেপ্তার ৪ সন্দেহভাজন জঙ্গি

আল কায়েদার সঙ্গে সরাসরি যোগ! ঝাড়খণ্ডে মহিলা-সহ গ্রেপ্তার ৪ সন্দেহভাজন জঙ্গি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ এপ্রিল : সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড়সড় অভিযান ঝাড়খণ্ড পুলিশের। শনিবার ঝাড়খণ্ডের ধানবাদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হল চার জনকে। এই তালিকায় রয়েছেন এক মহিলাও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তরা হিজবুত তাহরির, আলকায়েদা ও আইএসআইএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি টেররিস্ট শাখা বা এটিএস।

এটিএস সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া চার সন্দেহভাজন জঙ্গির নাম গুলফাম হাসান, অয়ন জাভেদ, শাহজাদ আলম ও শবনম পারভিন। শনিবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে ধানবাদের একাধিক জায়গায় অভিযান চালায় এটিএস। সেই অভিযানেই অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হয় ২টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং সন্ত্রাসবাদী সংগঠনের একাধিক নিষিদ্ধ বই। অভিযুক্তরা হিজবুত তাহরি-সহ আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস, আল কায়েদার সঙ্গে সরাসরি যোগ সামনে এসেছে। প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর ইউএপিএ ধারায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই সংগঠনকে। তদন্তকারীদের দাবি, এই সন্দেহভাজন জঙ্গিরা এখানে স্লিপার সেল তৈরি করেছিল। যার মাধ্যমে অন্যান্য যুবকদের উগ্রপন্থা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত করত অভিযুক্তরা। দেশবিরোধী কার্যকলাপের পাশাপাশি অস্ত্র কারবারও চালাত এই সন্দেহভাজন জঙ্গিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!