Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়দেশে ঘৃণার জন্ম দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি : ফারুক আব্দুল্লাহ

দেশে ঘৃণার জন্ম দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ১৬ মে (হি.স.): ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে ফের ক্ষোভপ্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। এবার জম্মু-কাশ্মীরের প্রবীণ রাজনৈতিক ফারুক আব্দুল্লাহ বললেন, দেশে ঘৃণার জন্ম দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি। বিষয়টি তিনি জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাকেও জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেছি। বৈঠকে আমি তাঁকে বলেছিলাম, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেশে ঘৃণার জন্ম দিয়েছে। এই ধরনের চলচ্চিত্র নিষিদ্ধ হওয়া উচিত।” বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে যা দেখানো হয়েছে, তা অতিরঞ্জিত বলে দাবি করেছেন ফারুক আব্দুল্লাহ। ঘৃণার অবসানের দাবি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য