স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ এপ্রিল : মাওবাদী মুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য। ঝাড়খণ্ডের বোকারোয় পুলিশি অভিযানে খতম ৮ মাওবাদী। মৃত মাওবাদীদের তালিকায় নকশাল কমান্ডার বিবেক। দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর হিট লিস্টে থাকা এই মাওবাদীর মাথার দাম ছিল এক কোটি টাকা। মাওবাদের বিরুদ্ধে বিরাট এই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে মাওবাদীদের জমায়েতের গোপন খবর আসে নিরাপত্তাবাহিনীর কাছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সোমবার সকালেই অভিযানে নামে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের বিশেষ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। ঝাড়খণ্ডের ডিজিপি জানিয়েছেন, দুপক্ষের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৮ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
ঝাড়খণ্ড পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের তালিকায় রয়েছেন মাওবাদী কমান্ডার বিবেক। দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের হিটলিস্টে ছিল এই ‘লাল সন্ত্রাসী’। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি টাকা। বাকি ৭ জন বিবেকের সঙ্গী বলেই জানা যাচ্ছে। এদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অনুমান করা হচ্ছে, বাকিদের মধ্যে বেশ কয়েকজন এমন রয়েছে যাঁদের মোটা অঙ্কের মাথার দাম ঘোষণা করেছিল সরকার।