Friday, April 18, 2025
বাড়িজাতীয়এবার পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বললেন! নয়া বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল

এবার পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বললেন! নয়া বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৩ এপ্রিল : রাজ্য়পাল আরএন রবি বিজেপির লোক, আরএসএসের মুখপাত্র। বহুবার এমন অভিযোগ করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। এবার সেই বিতর্কে নিজেই ইন্ধন দিলেন বিতর্কিত রাজ্যপাল। মাদুরাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষণের মাঝে পড়ুয়াদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বললেন রবি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্যপালকে কটাক্ষ করছে শাসক দলের নেতারা।

ক’দিন আগেই বিধানসভায় পাশ হওয়া ১০টি বিল রাজভবনে আটকে রাখায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। শনিবার মাদুরাইয়ের কলেজে ভাষণের মাঝে পড়ুয়াদের ‘কাম্বা রামায়াণনে’র কবিকে সম্মান জানাতে বললেন তামিলনাড়ুর রাজ্যপাল। তিনি বলেন, “চলুন আজ শ্রদ্ধা জানাই এক মহান রামভক্তকে। আমার সঙ্গে আপনারাও বলুন জয় শ্রীরাম।”

রাজ্যপালের ভিডিও সামনে আসার পরে নতুন করে তাঁকে ‘আরএসএসের মুখপাত্র’ বলছেন শাসক দল ডিএমকের নেতা-মন্ত্রীরা। ডিএমকে মুখপাত্র ধরণীধরণ বলেন, “এই কাজ দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। কেন রাজ্যপাল বারবার সংবিধান অবমাননা করেন? কেন তিনি এখনও পদত্যাগ করেননি? তিনি একজন আরএসএস মুখপাত্র। আমরা জানি কীভাবে তিনি দেশের যুক্তরাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করেছেন, সুপ্রিম কোর্ট তাঁকে সমঝে দিয়েছে।” ডিএমকের পাশাপাশি কংগ্রেস বিধায়ক আসান মৌলানার কটাক্ষ, “উনি একজন ধর্মীয় নেতার মতো আচরণ করেছেন, ধর্ম প্রচার করেছেন।”

প্রসঙ্গত, তামিলনাড়ুর রাজ্য-রাজ্যপাল সংঘাতের মামলা উঠেছিল বিচারপতি এসবি পর্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। রাজ্যপালের কর্মকান্ডকে ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারী’ বলে তোপ দাগেন শীর্ষ আদালত। শুধু তাই নয়, কড়া সুরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, রাজভবনে এভাবে বিল আটকে রাখতে পারবেন না রাজ্যপাল।
এরপর শনিবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে দেশ। এই প্রথমবার রাজ্যপালের অনুমোদন তথা স্বাক্ষর ছাড়াই বিধানসভায় পাশ হওয়া বিল আইনে পরিণত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!