স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ এপ্রিল : লোকসভার আগে প্রবল দুঃসাহস নিয়ে তামিলনাড়ুতে একা লড়েছিল বিজেপি। আন্নামালাইকে মাঝি করে কাবেরী নদী পার হাওয়ার চেষ্টা করলেও ডিএমকে ঝড়ে অকালে ডুবেছে সে নৌকা। এই পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এবার এআইএডিএমকে’র সঙ্গে ফের জোট বাঁধল বিজেপি। শুধু তাই নয়, আন্নামালাইকে সরিয়ে তামিলনাড়ুতে এনডিএ জোটের দায়িত্ব দেওয়া হল এআইএডিএমকে নেতা পালানিস্বামীকে।
শুক্রবার একদিনের সফরে তামিলনাড়ু গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুমান করাই হচ্ছিল, এই সফরে তামিলনাড়ুর বিজেপি নেতৃত্বে বড়সড় বদল করা হতে পারে। সেই সম্ভাবনাতে শিলমোহর দিয়ে এআইডিএমকের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন শাহ। সেখানেই ঘোষণা করেন, আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে ও অন্যান্য সহযোগী দলের সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি। তিনি আরও জানান, জাতীয় স্তরে এই নির্বাচন লড়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং রাজ্যস্তরে এআইএডিএমকে নেতা কে পালানিস্বামীর নেতৃত্বে। এদিন সাংবাদিক বৈঠকে শাহের দিকে প্রশ্ন ধেয়ে আসে দীর্ঘদিন পর পুরনো সঙ্গীর সঙ্গে ফের এই জোটের নেপথ্যে কি কোনও শর্ত রয়েছে। শাহ স্পষ্ট জানিয়ে দেন, ‘ডিএমকে দলকে ক্ষমতাচ্যুত করতে নিঃশর্তভাবেই এই জোট সম্পন্ন হয়েছে।’
সেই ১৯৯৮ সালে জয়ললিতা মুখ্যমন্ত্রী থাকাকালীন এআইএডিএমকে দলের সঙ্গে জোট বেঁধেছিল বিজেপি। সেই সময় থেকেই এনডিএ শরিক ছিল জয়ললিতার দল। তবে দীর্ঘ বছরের এই সম্পর্কে দাড়ি পড়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে। ২১-এর বিধানসভা নির্বাচনে ব্যর্থ হওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে জোটে ভাঙন ধরে এআইএডিএমকে’র। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের জেনারেল সেক্রেটারি ই কে পালানিস্বামী জানান, “২৪-এর লোকসভা নির্বাচনে একক দল হিসাবে লড়াই করা হবে।” এই ভাঙনের নেপথ্যে ছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। বিধানসভায় হারের পর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে তাঁর একের পর এক বিতর্কিত মন্তব্য এই ভাঙনকে আরও চওড়া করে।
তবে একদিকে যখন তামিলভূমে ডিএমকের নেতৃত্বে হিন্দি বিরোধী হাওয়া প্রবল হতে শুরু করেছে সেখানে বিধানসভা ভোটে একা লড়া যে আত্মহত্যার সামিল তা বেশ বুঝতে পারছে বিজেপি ও এআইডিএমকে। এই পরিস্থিতিতে স্ট্যালিনের দলকে টক্কর দিতে সম্প্রতি দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পালানিস্বামী। এরপরই শুক্রবার তামিলনাড়ু সফরে এসে একত্রে ভোট বৈতরণী পারের সিদ্ধান্ত নিল এআইডিএমকে ও বিজেপি।