মুম্বই, ৯ মে (হি.স.): গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সহযোগীদের বিরুদ্ধে মুম্বইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযানে বেশ কয়েকজন হাওয়ালা অপারেটরের জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মুম্বইয়ের গোরেগাঁও, বোরিভালি, সান্তাক্রুজ, মুম্বরা, ভেন্ডি বাজার, বান্দ্রা, কুরলা ও মাহিম প্রভৃতি জায়গায় দাউদ ইব্রাহিমের সহযোগীদের খোঁজে সোমবার তল্লাশি চালিয়েছে এনআইএ।
এনআইএ সূত্রের খবর, এদিনের অভিযানের মুম্বইয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ সেলিম ফ্রুটকে। তার বাড়ি থেকে বিনাশ কিছু গুরুত্বপূর্ণ নথি ব্যাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, দাউদের হাওয়ালা নেটওয়ার্ক ও সম্পত্তির লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে ইডি। এর আগে ১৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়েছিল। দাউদের বোন হসিনা পারকরের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। হসিনা মারা গেলেও তার ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই মারাঠা রাজনীতিকের লেনদেন আছে বলে জানা গিয়েছে। এদিকে আর্থিক জালিয়াতি কাণ্ডে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।