Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়ঈদে খুশির ছোঁয়া সীমান্তে, মিষ্টি বিনিময় ভারত-পাকিস্তানের মধ্যে

ঈদে খুশির ছোঁয়া সীমান্তে, মিষ্টি বিনিময় ভারত-পাকিস্তানের মধ্যে

নয়াদিল্লি, ৩ মে (হি.স.): খুশির ঈদে আনন্দের ছোঁয়া লাগল আত্তারি-ওয়াঘা সীমান্তে, আনন্দের ছোঁয়া লাগল পঞ্জাবের হুসেনিওয়ালায় জয়েন্ট চেক পোস্ট। ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার মিষ্টি বিনিময় করল ভারত ও পাকিস্তান। শান্তির বার্তা নিয়ে সীমান্তে এদিন ভারত-পাক মিষ্টি বিনিময় করেছে।

মঙ্গলবার সকালে আত্তারি-ওয়াঘা চেক পোস্টে সীমান্ত রক্ষী বাহিনী এবং পাক রেঞ্জারের কমান্ডারের মধ্যে মিষ্টি বিনিময় হয়। পাশাপাশি হুসেনিওয়ালায় জয়েন্ট চেক পোস্টেও মিষ্টি বিনিময় করেছেন বিএসএফ ও পাক রেঞ্জার্সরা।

এই মিষ্টি বিনিময়ে সীমান্তের দু’প্রান্তেই যেন খুশির হাওয়া। দু’দেশের সম্পর্ক মেরামতির ক্ষেত্রে মিষ্টি আদান-প্রদান চলে আসছে বহু বছর ধরে। ঈদ উপলক্ষ্যে মঙ্গলবারের মিষ্টি বিনিময় অনুষ্ঠানে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে মিষ্টি বিনিময় উভয় দেশের চিরাচরিত ঐতিহ্যে পরিণত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য