Sunday, April 6, 2025
বাড়িজাতীয়মোদির অবসরের পর উত্তরসূরি কি তিনিই? মুখ খুললেন ‘গোরক্ষমঠের প্রধান’ যোগী

মোদির অবসরের পর উত্তরসূরি কি তিনিই? মুখ খুললেন ‘গোরক্ষমঠের প্রধান’ যোগী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ এপ্রিল : মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রীর অবসর জল্পনা কতটা সত্যি কারও জানা নেই। তবে, যদি সেই জল্পনা সত্যি হয়, তাহলে মোদির উত্তরসূরি কি যোগী আদিত্যনাথ? এই প্রথমবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন যোগী।

যোগীকে প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি অবসর নেন, তাহলে তাঁর সম্ভাব্য উত্তরসূরি কি তিনিই? জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বকলমে বুঝিয়ে দিলেন, কোনও পদের প্রতি তাঁর মোহ নেই। তবে দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব নিতে আপত্তি নেই তাঁর। যোগী বলছেন, “দেখুন আমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মানুষের সেবা করার জন্য দলই আমাকে এই দায়িত্ব দিয়েছে। তাছাড়া রাজনীতি আমার কাছে ফুল টাইম কাজ নয়। আসলে তো আমি একজন যোগী।” সেই সঙ্গে যোগীর ইঙ্গিতপূর্ণ সংযোজন, “যতদিন এখানে আছি কাজ করে যাব। তবে সেটারও একটা সময়সীমা আছে।”

বস্তুত রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুর মঠের প্রধান পদে ছিলেন যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার পরও মঠের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তাঁর। সেটাই বুঝিয়ে দিলেন তিনি। অনেকেই মনে করেন, কুম্ভ মেলার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দেশজুড়ে যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাতে তাঁর কেন্দ্রীয় রাজনীতিতে হাত পাকানোর সময় এসে গিয়েছে। এমনকী, একাধিক সমীক্ষক সংস্থা তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য উত্তরসূরি হিসাবেও দেখানো শুরু করেছে। যদিও দীর্ঘদিন ধরেই জল্পনা, যোগীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতপার্থক্য তৈরি হয়েছে। যদিও যোগী নিজে সেই জল্পনা উড়িয়ে দিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, “মতভেদের প্রশ্নটা আসছে কোথা থেকে। আমি যে আজ এখানে বসে আছি, সেটাও তো দলের সিদ্ধান্ত। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যদি আমার মতপার্থক্য থাকত, তাহলে কি এখানে বসে থাকতে পারতাম?”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!