স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ এপ্রিল : ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতেই চায় না। তাই অহেতুক ওয়াকআউট করছেন বিরোধী দলের সাংসদরা। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। উল্লেখ্য, বুধবারই সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। তার আগেই বিরোধী সাংসদদের খোঁচা দিয়ে মুখ খুললেন রিজিজু।
বাজেট অধিবেশনের মধ্যেই সংসদে ওয়াকফ বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বুধবার এই বিল পেশ হবে বলে জানা যায়। তার আগে মঙ্গলবার বিজনেস অ্যাডভাইসরি কমিটি বৈঠকে বসে। কতক্ষণ আলোচনা হবে বিল নিয়ে, সেই সময় নির্ধারণ নিয়ে মতবিরোধ হয়। কংগ্রেসের দাবি ছিল, ১২ ঘণ্টা আলোচনা চাই। শেষ পর্যন্ত ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। পরে কমিটি সিদ্ধান্ত নেয়, আট ঘণ্টা আলোচনা হবে ওয়াকফ বিল নিয়ে।
এহেন পরিস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, “আমরা ওয়াকফ বিল নিয়ে আলোচনা চাই। কিন্তু বিরোধীরাই মানুষের মনে ভয় ধরাচ্ছে। সংসদীয় প্রক্রিয়ায় বাধা দিতে চাইছে। আজ যেভাবে বিরোধীরা ওয়াকআউট করল, সেটা আসলে ওয়াকফ বিল নিয়ে আলোচনা এড়ানোর অজুহাত মাত্র।” মন্ত্রীর মতে, ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে বিরোধীরা। তাহলে ওয়াকফ বিল নিয়ে একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে সরকার।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি।