স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ মার্চ : বিরল, বিলুপ্তপ্রায় প্রাণীদের নিয়ে উদ্বেগপ্রকাশ করেন অনেকেই। কিন্তু প্রকৃত সহমর্মিতা নিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করেন কজন? সেই সংখ্যা তো হাতে গোনা। এমনকী বিরল প্রাণীদের নিধনেও কেউ কেউ পিছপা হন না। কিন্তু সত্যি তাদের জন্য ভেবে সেবা ও পুনর্বাসনের ব্যবস্থার মতো বড় উদ্যোগ নেওয়া হল গুজরাটের ভান্তারায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন। যা বিরল প্রজাতির উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ প্রাণীর ঘর হয়ে উঠেছে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থানের পাশাপাশি তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে জামনগরের এই চিড়িয়াখানায়।