স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের প্রশংসা করছিলেন আগেই। এবার কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শশীর সঙ্গে কংগ্রেসের যে ‘বিরহ’ পর্ব চলছে, সে কথা আর গোপন নেই। দলের সঙ্গে দূরত্ব অনেকটাই বাড়িয়ে নিয়েছেন কেরলের তিরুঅনন্তপুরমের চারবারের সাংসদ। এই পরিস্থিতিতে এই ছবি তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়াচ্ছে।
ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব জোনাথান রেনল্ডস এবং পীযুষ গোয়েলের সঙ্গে হাসিমুখে একটি ছবি পোস্ট করেছেন থারুর। সঙ্গে মোদি সরকারের বিদেশনীতির প্রশংসা। কংগ্রেস সাংসদ লিখছেন, “ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব জোনাথান রেনল্ডস এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগল। জানতে পারলাম দীর্ঘদিন ধরে আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তির জট কাটার পথে। এটাকে স্বাগত জানাতেই হবে।” এই প্রথম নয়, ইদানিং বেশ ঘন ঘন কেন্দ্রের প্রশংসা করছেন শশী। তাতেই বিজেপি যোগের জল্পনা বাড়ছে।