Sunday, February 16, 2025
বাড়িজাতীয়দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন মোদী-বরিস, ভারত ও ব্রিটেনের মধ্যে চুক্তি...

দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করলেন মোদী-বরিস, ভারত ও ব্রিটেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : ভারত সফরে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্বিপাক্ষিক বৈঠকের পর হায়দরাবাদ হাউসেই প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রী। ভারত ও ব্রিটেনের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে দিন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “কোপ ২৬-এর সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনে যোগ দেওয়ার জন্য আমরা ব্রিটেনকে আমন্ত্রণ জানাচ্ছি…আমরা একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উপর জোর দিয়েছি।…আজাদী কা অমৃত মহোৎসবের সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারতে আসা ঐতিহাসিক।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক রাখার জন্য মত বিনিময় করেছি। আকাশ, মহাকাশ ও সামুদ্রিক ঝুঁকি মোকাবিলায় সম্মত হয়েছি। এই সফর আমাদের সম্পর্ককে আরও নিবিড় করেছে।” উল্লেখ্য, দু’দিনের সফরে বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য