নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : ভারত সফরে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্বিপাক্ষিক বৈঠকের পর হায়দরাবাদ হাউসেই প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন ভারত ও ব্রিটেনের প্রধানমন্ত্রী। ভারত ও ব্রিটেনের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে দিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “কোপ ২৬-এর সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনে যোগ দেওয়ার জন্য আমরা ব্রিটেনকে আমন্ত্রণ জানাচ্ছি…আমরা একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উপর জোর দিয়েছি।…আজাদী কা অমৃত মহোৎসবের সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারতে আসা ঐতিহাসিক।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক রাখার জন্য মত বিনিময় করেছি। আকাশ, মহাকাশ ও সামুদ্রিক ঝুঁকি মোকাবিলায় সম্মত হয়েছি। এই সফর আমাদের সম্পর্ককে আরও নিবিড় করেছে।” উল্লেখ্য, দু’দিনের সফরে বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।