নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলে নতুন গন্তব্য যোগ করে আঞ্চলিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে পরিবর্তিত ‘উদান’ (ইউডিএএন) প্রকল্পের জন্য ২০২৫ অর্থবর্ষের বাজেটে অর্থ বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আজ শনিবার সংসদে ২০২৫ অৰ্থবৰ্ষের যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাতে উত্তর-পূর্বাঞ্চলের বেশ নতুন গন্তব্য যোগ করে আঞ্চলিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে একটি পরিবর্তিত ‘উদান’ প্রকল্পের জন্য অৰ্থ ধার্য করা হয়েছে। প্ৰস্তাবিত প্রকল্পটি আগামী ১০ বছরে চার কোটি যাত্রীর ক্ষমতা বৃদ্ধি করবে।
নতুন উদ্যোগটি হেলিপ্যাড এবং ছোট বিমানবন্দরগুলিকে অন্তৰ্ভুক্ত করার পাশাপাশি পাহাড়ি, উচ্চাকাঙ্ক্ষী এবং উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যের মধ্যে সংযোগ উন্নত করা হবে। প্রকল্পটি আরও মজবুত পরিকাঠামো নেটওয়ার্ক তৈরি করতে ডিজাইন করা হয়েছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়নকে উৎসাহিত করবে।