Thursday, February 20, 2025
বাড়িজাতীয়কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত হয় হালুয়া উৎসব।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত হয় হালুয়া উৎসব।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জানুয়ারি : বাজেট পেশের আগে প্রতিবছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত হয় হালুয়া উৎসব। মিষ্টি মুখ করানো হয় সকলকে। এবছরও তার অন্যথা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে হালুয়া উৎসব। কিন্তু জানেন কেন এই রীতি?

বাজেট মানে বিরাট এক কর্মযজ্ঞ। বহু আধিকারিকের পরিশ্রমের ফল। সেকথা মাথায় রেখে, তাঁদের পরিশ্রমকে সম্মান জানাতে ১৯৮০ সাল থেকে বাজেট পেশের আগে লক-ইন পর্বের সূচনা হয় এই হালুয়া উৎসবের মধ্যে। বিরাট মাপের একটি কড়াইয়ে তৈরি হয় হালুয়া। রান্নার সময় খুন্তি নাড়েন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি নিজেই সকলকে পরিবেশন করেন। এই হালুয়া উৎসবের পরই শুরু হয় বাজেটের তথ্য ছাপার কাজ। এই উৎসব শুরু থেকে সংসদে বাজেট পেশ না হওয়া পর্যন্ত কোনও আধিকারিক বাইরে যেতে পারেন না। নিরাপত্তার কারণেই এই রীতি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পরে এবারেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বাজেট সেশন। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য