Friday, February 28, 2025
বাড়িজাতীয়মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জানুয়ারি : মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার, কেন্দ্র সরকার-সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরে কুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলাকারীর মূল দাবি, আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তার সবরকম ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে বুধবারের দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দাখিল করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। তাঁর বক্তব্য, অবিলম্বে প্রয়াগরাজ মহকুম্ভের দুর্ঘটনার রিপোর্ট তলব করুক সুপ্রিম কোর্ট। যে সব সরকারি আধিকারিকের গাফিলতিতে এই দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই মামলায় কেন্দ্র সরকার, উত্তরপ্রদেশ সরকার-সহ অন্য সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরা হয়েছে।

ওই জনস্বার্থ মামলায় আরও একাধিক দাবি করেছেন মামলাকারী। তাঁর বক্তব্য, আগামী দিনে কুম্ভের মতো বড় আয়োজনে সব রাজ্যের সরকারকে ন্যূনতম বন্দোবস্ত রাখতে হবে। এই ধরনের মেলায় সব রাজ্যের আলাদা আলাদা শিবির থাকা উচিত। তাতে চিকিৎসা সংক্রান্ত সহায়তার ব্যবস্থা করা উচিত। সেজন্য রাজ্য সরকারগুলিকে নিজেদের মধ্যে সমন্বয় রাখতে হবে। জরুরিকালীন পরিস্থিতিতে কেন্দ্রকেও সবরকম সহায়তার জন্য প্রস্তুত থাকতে হবে। সমস্ত রাস্তার নাম, পথনির্দেশ সংক্রান্ত বোর্ডে আঞ্চলিক ভাষাগুলিকেও জায়গা দিতে হবে। যাতে কোনও রাজ্যের মানুষের বুঝতে অসুবিধা না হয়। রাজ্য সরকারগুলিকেও নিজেদের রাজ্যের নাগরিকদের সতর্ক করার জন্য এসএমএস বা সোশাল মিডিয়া ব্যবহার করতে হবে। মহাকুম্ভের দুর্ঘটনার রিপোর্ট তলব করা হোক, দোষীদের শাস্তি দেওয়া হোক। ভিভিআইপিদের চলাফেরার জন্য আমআদমির কোনও অসুবিধা হচ্ছে না সেটা সুনিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে কুম্ভে অমৃতস্নানের সময় হুড়োহুড়িতে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সরকারিভাবে মৃতের সংখ্যা ৩০ বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য