স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জানুয়ারি : গত কয়েক দিন ধরেই মণিপুরের বেশ কয়েকটি জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, অসম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথবাহিনী। পাহাড় এবং উপত্যকার আটটিরও বেশি জেলায় তল্লাশি অভিযান চালানোর সময় বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তল্লাশি চালানো হয় থৌবল, তেঙ্গনৌপল, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, ননি, জিরিবাল এবং কাকচিংয়ে। বিভিন্ন দলে ভাগ হয়ে জেলাগুলিতে অভিযান চালাচ্ছে বাহিনী। বিষ্ণুপুর জেলার চিরু গ্রাম থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল, ৯ এমএম পিস্তল, একনলা বন্দুক, গ্রেনেড, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। বাঙ্কার বানিয়ে লুকিয়ে রাখা ছিল এই অস্ত্র এবং বিস্ফোরক। দেখে মনে হবে যেন কোনও যুদ্ধের প্রস্তুতি চলছে, এমনই দাবি করেছেন এক পুলিশ আধিকারিক।
অন্য দিকে, বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুরের সীমানালাগোয়া এলাকাগুলি থেকেও মেশিনগান, রাইফেল, পিস্তল, মর্টার, গ্রেনেড লঞ্চার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তেঙ্গনৌপল জেলায় অনুপ্রবেশকারীদের সম্পর্কে খবর পেতেই তল্লাশি অভিযানে গিয়েছিল বাহিনী। ভারত-মায়ানমার সীমান্তের কাছে ইয়াঙ্গৌপোপকিতে কয়েক জন অনুপ্রবেশকারীকে আটক করে অসম রাইফেলসের জওয়ানেরা। ননি জেলার মাওহিং থেকেও অস্ত্রভান্ডার উদ্ধার করেছে তারা। থৌবল, জিরিবাম এবং চান্দেল জেলাতেও লুকনো অস্ত্রভান্ডার উদ্ধার করেছে বাহিনী। অন্য দিকে, পশ্চিম ইম্ফল, কাকচিং থেকেও হ্যান্ড গ্রেনেড, মর্টার, অত্যাধুনিক বন্দুক এবং বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে বাহিনী। পুলিশ সূত্রে খবর, গত ২০ জানুয়ারি থেকে অভিযান শুরু হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে আট জেলায় অস্ত্রভান্ডারের হদিস মিলেছে।