Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনে ইট, পাথর দিয়ে হামলা উত্তরপ্রদেশে! 

কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনে ইট, পাথর দিয়ে হামলা উত্তরপ্রদেশে! 

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ জানুয়ারি : দেশের বিভিন্ন রাজ্য থেকে কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল। তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেন চলছে। শনিবার সেই ট্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল একদল যাত্রীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, ট্রেনটি ঝাঁসি থেক প্রয়াগরাজের উদ্দেশে পুণ্যার্থীদের নিয়ে রওনা হয়। কিন্তু হরলপুর স্টেশনে ট্রেন পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক পাথর উ়ড়ে আসে। পাথরের আঘাতে বেশ কয়েকটি কামরার জানলার কাচ এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেলপুলিশ সূত্রের দাবি।

জানা গিয়েছে, হরলপুর স্টেশনে বিপুল সংখ্যায় পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। ঝাঁসি থেকে দু’ঘণ্টা সময় লাগে এই স্টেশনে পৌঁছতে। ট্রেন স্টেশনে ঢোকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ট্রেনের সব ক’টি কামরার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিপুল সংখ্যক পুণ্যার্থী দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠতে না পেরে উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, বিক্ষুব্ধ যাত্রীরা তার পরই ট্রেনে ইট, পাথর এবং লাঠি নিয়ে হামলা চালান। এই ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকেন।

হরলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুষ্পক শর্মা জানিয়েছেন, রাত ২টো নাগাদ কম্ভ স্পেশাল ট্রেনটি হরলপুরে পৌঁছতেই হামলার ঘটনা ঘটে। রেলের মুখপাত্র মনোজ সিংহ জানিয়েছেন, প্রয়াগরাজে যাওয়ার জন্য হরলপুরে অনেক পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। ট্রেনের দরজা বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পুণ্যার্থীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁর কথায়, ‘‘যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন। কুম্ভমেলায় যাওয়ার জন্য আমরা স্পেশ্যাল ট্রেন চালাচ্ছি। পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা।’’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য