Sunday, February 9, 2025
বাড়িজাতীয়দিল্লিতে ফের বাধ্যতামূলক মাস্ক, অমান্য করলেই ৫০০ টাকা জরিমানা

দিল্লিতে ফের বাধ্যতামূলক মাস্ক, অমান্য করলেই ৫০০ টাকা জরিমানা

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : কোভিড-সংক্রমণ রুখতে শেষমেশ কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করার পথেই হাঁটল দিল্লি সরকার। বুধবার দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছেন, মাস্ক পরা ফের বাধ্যতামূলক। অমান্য করলে অর্থাৎ মাস্ক না পরলে জরিমানাও দিতে হবে। ৫০০ টাকার এই জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই করোনায় নতুন করে বহু ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার মাত্র একদিনে দিল্লিতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৬৩২ জন। এই মুহূর্তে সে রাজ্যের পজিটিভিটি রেট ৪.৪২ শতাংশ। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকারও। কোভিড পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, মিজোরামকে চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি এই অবস্থায় কীভাবে সাবধান হওয়া যায় তা নিয়ে রীতিমতো চিন্তায় চিকিৎসক মহলও।

গত দু’বছরেরও বেশি সময়ে কোভিড পরিস্থিতির জেরে মাস্ক এবং স্যানিটাইজার আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। কিন্তু সংক্রমণ কমে যাওয়ার ফলে অনেকেই মাস্ককে গুরুত্ব দিচ্ছিলেন না। কিন্তু সম্প্রতি ফের ঊর্ধ্বমুখী হয়েছে কোভিড সংক্রমণের গ্রাফ। দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মিজোরামে ফের বাড়ছে সংক্রমণের হার। মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে কোভিডের এক্সই প্রজাতির ভূমিকা। করোনার চতুর্থ ঢেউ আটকানোর কথা ভাবছে সরকার। তার সঙ্গে জোর দেওয়া হচ্ছে টিকাকরণেও। সেজন্য আবার নতুন পদক্ষেপ গ্রহণের কথা ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে সংক্রমণ বাড়লেও স্কুল-কলেজ বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি দিল্লি সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র বিবৃতি জারি করে জানানো হয়েছে, শুধুমাত্র বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্করাই নয়। এবার শিশু, কিশোর-কিশোরীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হল দিল্লিতে। নিয়ম ভাঙলে নেওয় হবে কড়া ব্যবস্থা। করা হবে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য