Saturday, January 18, 2025
বাড়িজাতীয়ভারতীয় মৌসম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ

ভারতীয় মৌসম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জানুয়ারিঃ ভারতের মৌসম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকেও। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন, তাঁদের তরফে কোনও প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি)-এর ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’। আবহাওয়া দফতরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, “আমরা চাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি ১৫০ বছর উদ্‌যাপনে যোগ দিন।” পাকিস্তান ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে। আলোচনাসভায় তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়ে দিল, তারা আসছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম জানিয়েছেন, তাঁরা মাসখানের আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন। তিনি বলেন, ‘‘ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’’

ভারতের আমন্ত্রণে সাড়া না-দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিকর সম্পর্কের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন ঢাকার ওই কর্তা। তিনি জানিয়েছেন, ভারতের মৌসম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতীয় আবহবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরেই তিনি দিল্লিতে এসেছিলেন, জানিয়েছেন মোমিনুল।

মৌসম ভবনের অনুষ্ঠানে নয়াদিল্লির তরফে পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণপত্র গিয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকেও। আইএমডি-র ১৫০ বছরকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে অর্থ মন্ত্রক। এ ছাড়া, প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে থাকছে এই সংক্রান্ত বিশেষ ট্যাবলো।

১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ভারতীয় মৌসম ভবনের পথ চলা শুরু হয়েছিল। ১৮৬৪ সালে কলকাতায় ভয়াবহ ঝড়, ১৮৬৬ এবং ১৮৭১ সালে খরার পরে ব্রিটিশ সরকার আবহাওয়ার খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করা এবং বিশ্লেষণের সিদ্ধান্ত নেয়। সেই সূত্রেই ১৮৭৫ সালে তৈরি হয় আইএমডি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য