Thursday, January 16, 2025
বাড়িজাতীয়দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল।

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ জানুয়ারিঃ দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। একদফায় ভোট হবে দিল্লিতে। নির্বাচনের তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটে এখনই উপনির্বাচন হবে না বলেও জানিয়েছে কমিশন।

দিন ঘোষণার আগে থেকেই অবশ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। প্রথম তালিকায় ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আপ। সমস্ত আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। মঙ্গলবার কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেই সঙ্গে ইভিএম নিয়ে ওঠা যাবতীয় বিতর্কেরও জবাব দিয়েছে কমিশন। বলা হয়, ৪২ বার আদালত ভরসা রেখেছে ইভিএমের প্রতি। বিকেলের পর ভোটারসংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছে কমিশন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য