Saturday, January 18, 2025
বাড়িজাতীয়নৌসেনার মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।

নৌসেনার মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ জানুয়ারিঃ নৌসেনার মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মাঝআকাশ থেকে মাটিতে নামার সময় প্যারাশুট জড়িয়ে সমুদ্রে পড়লেন নৌসেনার দুই আধিকারিক। গত বৃহস্পতিবার এক দুর্ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রামকৃষ্ণ সমুদ্র সৈকতে। সৌভাগ্যবশত জলে পড়ার কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।


গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মাঝআকাশে মহড়া চালাচ্ছিলেন নৌসেনার আধিকারিকরা। ঠিক সেই সময় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন দুজন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই প্যারাশুট জড়িয়ে যায় দুজনের। ওই অবস্থায় পাক খেতে খেতে দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকেন তাঁরা। এবং মাঝ সমুদ্রে আছড়ে পড়েন। দুর্ঘটনা টের পেয়ে সমুদ্রে তাঁদের উদ্ধারে ছুটে যায় সেনার বোট। দুজনকেই উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নৌসেনার এই মহড়া দেখতে বৃহস্পতিবার সমুদ্র সৈকতে উপস্থিত ছিলেন বহু মানুষ। এমনকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তখনই ঘটে এই দুর্ঘটনা।


উল্লেখ্য, জলপথে শক্তি প্রদর্শনের লক্ষ্যে এই ধরনের মহড়ার আয়োজন করে নৌসেনা। যেখানে অপারেশনাল ডেমোনস্ট্রেশনটি ওয়ারশিপ, সাবমেরিন, এয়ারক্রাফ্ট, নেভাল ব্যান্ড এবং মেরিন কমান্ডোস দ্বারা আয়োজিত হয় এই অনুষ্ঠান। অত্যন্ত দক্ষতার সঙ্গে সময় মেপে আয়োজিত হয় এই মহড়া সেখানে এমন একটি দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য