Saturday, January 25, 2025
বাড়িজাতীয়দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনল ‘বাংলাদেশ সেল’

দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনল ‘বাংলাদেশ সেল’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ জানুয়ারিঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। আর এই অবস্থায় দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনল ‘বাংলাদেশ সেল’। দুদশক আগে প্রথমবার যে সেলের জন্ম হয়েছিল।
কী এই বাংলাদেশ সেল? নতুন সহস্রাব্দের শুরুতে দিল্লির প্রতিটি পুলিশ জেলায় এই ধরনের সেল তৈরি করা হয়েছিল। যার প্রাথমিক লক্ষ্যই ছিল দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা। এতদিন পরে ফের সেই সেলকে জাগিয়ে তোলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দিল্লির মতো মহারাষ্ট্রেও একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছে। তাঁদের কাছেও জাল নথি মিলেছে বলেও খবর। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনেরও বেশি বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লিতে অবৈধ অভিবাসী নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর বাংলাদেশিদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। একেকটি সেলে থাকেন পাঁচ থেকে দশজন পুলিশকর্মী। প্রত্যেকেরই বাংলা ভাষায় দক্ষতা রয়েছে। সেই সেলের নেতৃত্বে একজন করে পুলিশ ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টর। আর সেজন্য অসমিয়া-বাঙালি পুলিশের মধ্যে নিয়মিত সংযোগ রয়েছে। এই সেলের কাজই যে সব অঞ্চলে অনুপ্রবেশকারী থাকার সম্ভাবনা সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মেশা। আর সেভাবেই হাঁড়ির হাল বের করা। আপাতত এই সেলের সদস্যরা দিল্লির বিভিন্ন অঞ্চলে রীতিমতো মিশে গিয়ে তাঁদের কাজ করে চলেছেন বলেই খবর। এখনও পর্যন্ত দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদেরকেও ওপারে ফেরানোর চেষ্টা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য