Saturday, June 14, 2025
বাড়িজাতীয়দিল্লি দখলে নয়া ঘোষণা কেজরির

দিল্লি দখলে নয়া ঘোষণা কেজরির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ ডিসেম্বরঃ নতুন বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচন। জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় প্রতিশ্রুতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। ক্ষমতায় ফিরলেই দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, ঘোষণা করলেন কেজরি। সঞ্জীবনী যোজনা প্রকল্পে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে।


প্রবীণদের জন্য প্রকল্প ঘোষণা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরি বলেন, “আপনাদের দেখভাল করা আমাদের কর্তব্যের। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন।” একদিকে খয়রাতির রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক দেশে, অন্যদিকে নির্বাচনে জয় পেতে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই খয়রাতি। ইতিমধ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। কেজরি ঘোষণা করেন, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে। এর সঙ্গে যোগ হল প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি।


ইতিমধ্যে দিল্লি নির্বাচনে ৭০ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে আপ। নয়াদিল্লি আসনে লড়বেন খোদ আপ সুপ্রিমো। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী প্রতিদ্বন্দ্বিতা করবেন কালকাজি কেন্দ্রে। উল্লেখ্য, কেজরির বিরুদ্ধে নয়াদিল্লি আসনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য