Tuesday, December 17, 2024
বাড়িজাতীয়‘এক দেশ, এক ভোট’ বিল পেশের সময় লোকসভায় গরহাজির বিজেপিরই ২০ সাংসদ

‘এক দেশ, এক ভোট’ বিল পেশের সময় লোকসভায় গরহাজির বিজেপিরই ২০ সাংসদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ ‘এক দেশ, এক ভোট’ বিল পেশের সময় লোকসভায় গরহাজির বিজেপিরই ২০ সাংসদ। এবার তাঁদের নোটিস ধরাচ্ছে গেরুয়া শিবির। মঙ্গলবার লোকসভায় সকল সাংসদকে হাজির থাকতে হবে, এই মর্মে হুইপ জারি করেছিল বিজেপি। তারপরেও ২০ সাংসদের অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠছে।

নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর ১২টায় সংসদে এক দেশ, এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইন প্রতিমন অর্জুনরাম মেঘওয়াল। নিয়ম মেনে তার আগে এক দফা ভোটাভুটি হয়। বিজেপি আগে থেকেই জানত যে সংবিধানের ১২৯তম সংশোধনী পেশ মোটেও সহজ হবে না। ভোটপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আর তাই স্বাভাবিকভাবেই দলের সব সাংসদদের এদিন লোকসভায় উপস্থিত থাকার কথা বলে হয়েছিল। রীতিমতো হুইপ জারি করা হয়েছিল। তারপরেও দলীয় সাংসদদের অনুপস্থিতি বিজেপির শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের একাংশের দাবি, এই বিল নিয়ে দলের অন্দরেও ফাটল রয়েছে। তাই ভোটাভুটির দিন অনুপস্থিত রইলেন ২০ সাংসদ।

আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদদের। চড়া সুরে বিলটির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। বিলটি লোকসভায় পেশ হওয়ার পর বিলের বিরোধিতায় সরব হন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তিনি বলেন, এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। পাশাপাশি সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন, যারা একসঙ্গে ৮ রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে পারছে না, তারা কোন মুখে গোটা দেশে একসঙ্গে নির্বাচনের কথা বলে। এর পর বক্তব্য রাখতে উঠে এই বিলের বিরুদ্ধে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে তুমুল হই হট্টগোল বেঁধে যায় লোকসভায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য