Sunday, January 19, 2025
বাড়িজাতীয়মেঘালয় সীমান্তে ড্রোন বাংলাদেশের

মেঘালয় সীমান্তে ড্রোন বাংলাদেশের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ ডিসেম্বরঃ মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছু চালকবিহীন আকাশযান ভারতের রেডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রের অভিযোগ। বাংলাদেশের চাতক ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জ়িরো পয়েন্ট থেকে মাত্র দু’শো মিটার দূরে এগুলি উড়ছিল। মাঝে মাঝে বাংলাদেশের এলাকা পেরিয়ে যাচ্ছিল তারা। ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রের অভিযোগ, ওই ড্রোনগুলি বাংলাদেশেরই। দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের সময়ে এই ধরনের বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টার অভিযোগটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিএসএফ সূত্রের দাবি, এই আকাশযানগুলির মধ্যে একটির নম্বর টিবিটুআর১০৭১। বাংলাদেশের তেজগাঁও বিমানঘাঁটি থেকে সেটি ওড়ানো হচ্ছিল। বিএসএফ জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনী ড্রোনটিকে চিহ্নিত করতে পেরেছে। এই ড্রোনগুলি এত উঁচুতে উড়তে পারে যে, সচরাচর খালি চোখে ধরা যায় না। মেঘালয়ের ডিজিপি আই নঙরাঙ জানান, তিনি বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিমানবাহিনীর সঙ্গে কথা বলেছেন। বিএসএফের বক্তব্য, ভারতীয় বিমানবাহিনীই বিষয়টি বাংলাদেশের নজরে আনতে পারে। সাধারণ ড্রোনের মতো নিচু দিয়ে ওড়ানো হলে তাঁরা এ নিয়ে কথা বলতে পারতেন। তবু ভারতীয় সীমান্তরক্ষীরা মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে এক বিএসএফ কর্তার দাবি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য