Saturday, June 14, 2025
বাড়িজাতীয়‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষার হুমকি ইমেলে হুলস্থুল

‘বোমা মেরে উড়িয়ে দেব রিজার্ভ ব্যাঙ্ক’, রুশ ভাষার হুমকি ইমেলে হুলস্থুল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ ডিসেম্বরঃ বোমা বিস্ফোরণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বইয়ের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার হুমকি। আরবিআইয়ের সদ্য নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেল আইডিতে এসেছে রাশিয়ান ভাষার লেখা ওই হুমকি চিঠি। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। এমআরএ মার্গ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


বৃহস্পতিবার আরবিআই গভর্নরের ইমেলে এসেছে ওই হুমকি চিঠি। মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, রাশিয়ান ভাষার ওই চিঠিতে বোমা মেরে রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ভিপিএন ব্যবহার করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত নভেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে হুমকি ফোন আসে। যদিও বিপদ ঘটেনি।

সম্প্রতি রিজার্ভ ব্যঙ্কের ২৬তম গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। আগামী তিন বছর এই পদে থাকবেন তিনি। ২০১৮-র ১২ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছিলেন শক্তিকান্ত দাস। তাঁর কর্মকাল শেষ হওয়ার পরেই দায়িত্ব আসেন সঞ্জয়। এর মধ্যেই আরবিআইয়ে বোমাতঙ্ক। যদিও দেশে বোমাতঙ্ক এখন চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিমান থেকে স্কুল, বিস্ফোরণের হুমকি লেগেই রয়েছে। যদিও প্রায় সমস্ত ক্ষেত্রেই দেখা গিয়েছে, হুমকি ছিল ভুয়ো। তবে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটায় অস্বস্তি বাড়ছে প্রশাসনের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য