Saturday, February 8, 2025
বাড়িজাতীয়১০০ ডিগ্রি তাপমাত্রাতেও নষ্ট হবে না, বাজারে আসছে করোনা নয়া ভ্যাকসিন

১০০ ডিগ্রি তাপমাত্রাতেও নষ্ট হবে না, বাজারে আসছে করোনা নয়া ভ্যাকসিন

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি. স.) : ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও ক্ষতি হবে না, বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে এমন একটি করোনা ভ্যাকসিন । এই ভ্যাকসিন যৌথভাবে তৈরি করছে ইন্ডিয়ান ইন্সটিটউট অব সায়েন্স বেঙ্গালুরু এবং বায়োটেক স্টার্টআপ সংস্থা মিনভ্যাক্স।


এই ভ্যাকসিন নির্মাতাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের বেশ কয়েকজন গবেষক। গবেষণা কেন্দ্র সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৭ ডিগ্রি তাপমাত্রায় এই টিকা চার সপ্তাহ রাখা যাবে। আর ১০০ ডিগ্রি তাপমাত্রায় টানা দেড়ঘণ্টা রাখলেও টিকার গুণমান নষ্ট হবে না। তুলনামূলকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিন, যা কোভিশিল্ড নামে বেশি পরিচিত, সেই ভ্যাকসিন রাখতে হয় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর পিফাইজার ভ্যাকসিন রাখতে হয় হিমাঙ্ক থেকে ৭০ ডিগ্রি নীচে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, করোনাকে রুখতে এই ভ্যাকসিন কতটা কার্যকরী, তার একটা পরীক্ষাও করা হয়েছিল। পরীক্ষার ফল ইতিবাচক। ভারতের ড্রাগ কন্ট্রোলের কাছে ছাড়পত্র চেয়ে সংস্থার তরফ থেকে আবেদন করার প্রস্তুতি শুরু হয়েছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য