নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.) : আগামী ২০২৪ এর লোকসভা ভোটে কংগ্রেসকে অন্তত ৩৭০টি আসনের উপর বিশেষ জোর দিতে হবে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে এমনটাই পরামর্শ দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর মতে উত্তরপ্রদেশ, বিহার এবং ওডিশায় কংগ্রেস একাই লড়াই করার ক্ষমতা রাখে। তবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে কংগ্রেসের জোট করে লড়াই করা উচিত। যদিও এই জোট কাদের সঙ্গে হবে সে ব্যপারে কোনও মতামত দেননি প্রশান্ত কিশোর। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের এই মতের সঙ্গে সহমত পোষণ করেছেন রাহুল গান্ধী।
শনিবার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরের। সেখানে লোকসভা ভোট নিয়ে প্রশান্ত কিশোর একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশনও দেন। সেই প্রেসেন্টেশনেই পিকে এই মতামত দিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গুজরাত কংগ্রেসের একটা বড় অংশ। সেই রাজ্যে বিধানসভা ভোটের দায়িত্ব পিকের উপর ছেড়ে দেওয়ার পক্ষপাতী। ওই নেতারা রাহুল গান্ধীর সঙ্গে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা করেছেন। রাহুল জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর কোনও আপত্তি নেই।
এই মুহূর্তে কংগ্রেসে এখন বড় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে, পিকে ওই দোলে যোগ দিচ্ছেন কি না। এ ব্যাপারেও দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মত পার্থক্য রয়েছে। পি চিদম্বরনের মতো অনেক নেতাই পিকে’কে দলে নেওয়ার বিপক্ষে। আবার রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী চান পিকে কংগ্রেসের আসুক। মাস কয়েক আগে পিকের সঙ্গে রাহুল প্রিয়াঙ্কার বৈঠক হয়েছে। তবে তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।