লখনউ, ১৬ এপ্রিল (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে গত কয়েকদিনে বেড়েছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজধানী এলাকায় সতর্কতা জারি করল উত্তরপ্রদেশ সরকার। কোভিড নিয়ে শনিবার রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি নির্দেশ দেন, দিল্লির আশপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করা হোক। গত কয়েকদিনে যাঁরা উত্তরপ্রদেশে কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের দেহ থেকে নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং-এর জন্যও পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী।
উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, শনিবার গৌতম বুদ্ধ নগরে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭০ জন। গাজিয়াবাদে আক্রান্ত হয়েছেন ১১ জন। দ্রুত যাতে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজ দেওয়া যায়, সেজন্য প্রশাসনকে প্রস্তুত হতে বলেছেন যোগী। রাজ্যে ৭০০ টি বেসরকারি টিকাকরণ কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে।উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বেরিলিতে ম্যালেরিয়া ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগ্রা ও লখনউ ডিভিশনে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপরে তিনি জোর দিয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্যের পূর্বাঞ্চলে এনসেফেলাইটিস নিয়েও মানুষকে সতর্ক করতে হবে।