Thursday, December 26, 2024
বাড়িজাতীয়সোশাল মিডিয়ায় বাড়ছে আপত্তিকর কনটেন্ট! রুখতে কড়া আইন আনার প্রস্তাব অশ্বিনী বৈষ্ণবের

সোশাল মিডিয়ায় বাড়ছে আপত্তিকর কনটেন্ট! রুখতে কড়া আইন আনার প্রস্তাব অশ্বিনী বৈষ্ণবের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ নভেম্বর: সোশাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট ছড়ানো রুখতে কড়া আইন আনার দাবি তুললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনে এই দাবি জানিয়ে অশ্বিনীর প্রস্তাব, বিরোধীরাও এই বিষয়ে আলোচনায় যোগ দিন। তাঁর মন্তব্যকে সমর্থন করেন ছোটপর্দার ‘রাম’ অরুণ গোভিল। তিনি মীরাট লোকসভার সাংসদ।
এদিন অশ্বিনীকে বলতে শোনা যায়, ”আমাদের দেশের সংস্কৃতি ও যে সব দেশ থেকে এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এসেছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমাদের আশা, বিরোধীরাও বোর্ডে যোগ দেবেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি চাই সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টি আলোচিত হোক এবং এই সংক্রান্ত কড়া আইন আনা হোক।” তাঁর এই প্রস্তাবকে সমর্থন করেন অরুণ গোভিল। বিজেপি সাংসদ বলেন, ”সোশাল মিডিয়ায় এমন অনেক কনটেন্ট দেখা যায় যা ভারতী সংস্কৃতির সঙ্গে একেবারেই মানানসই নয়। বিভিন্ন মঞ্চে ছড়িয়ে থাকা এই ধরনের কনটেন্টের বিষয়ে নজরদারি চালানো দরকার।”
উল্লেখ্য, এই মাসের শুরুতেও তাঁকে বলতে শোনা গিয়েছিল, নিউজ মিডিয়ার সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ভুয়ো খবর। অ্যালগরিদমের পক্ষপাতিত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিকে কাজে লাগিয়ে কীভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে সেই প্রসঙ্গে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দেন, বিচ্ছিন্নতাবাদী ন্যারেটিভ যেভাবে ছড়ানো হচ্ছে তা আশঙ্কাজনক। তিনি বলেন, ”ফেক নিউজের ছড়িয়ে পড়াটা কেবল সংবাদমাধ্যমের জন্যই ঝুঁকিপূর্ণ নয়। যেহেতু এতে বিশ্বাসযোগ্যতাই সংকটে পড়ছে তাই গণতন্ত্রের জন্যই এটা ভয়ংকর।” প্রসঙ্গত, এদিন লোকসভায় বিরোধীরা দাবি তোলে আদানি ইস্যু নিয়ে আলোচনার। আর এই দাবি ঘিরে উত্তাল হয় লোকসভা। ফলে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি রাখা হয় লোকসভার অধিবেশন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য