Friday, December 6, 2024
বাড়িজাতীয়পারথে দ্বিতীয়বার টেস্ট সেঞ্চুরি করতে পেরেও আপ্লুত বিরাট

পারথে দ্বিতীয়বার টেস্ট সেঞ্চুরি করতে পেরেও আপ্লুত বিরাট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ নভেম্বর : অফ ফর্ম নিয়ে অজিভূমে পা রেখেছিলেন। আদৌ কি আর আগের মতো রান করতে পারবেন? প্রশ্ন উঠেছিল তাঁকে ঘিরে। কিন্তু প্রিয় ‘গুরু’ রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কিং ইজ ব্যাক ইন ইজ টেরিটরি। অর্থাৎ রাজা নিজের রাজত্বে ফিরে এসেছেন। প্রাক্তন ভারতীয় কোচ যে বিন্দুমাত্র ভুল বলেননি, মাঠে নেমে সেটাই আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি । অজি বোলিং লাইন আপের গর্জন থামিয়ে ৩০তম টেস্ট সেঞ্চুরি করলেন। পারথে দ্বিতীয়বার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি।

প্রথম ইনিংসে মাত্র ৫ রানে আউট হয়েছিলেন বিরাট। তার পর থেকে সমালোচনা আরও বেড়েছিল তাঁর ব্যাটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসে চুপ করিয়ে দিলেন নিন্দুকদের। ১৪৩ বলে ১০০ রান করলেন। গোটা ইনিংসে মেরেছেন ৮টি বাউন্ডারি। হাঁকিয়েছেন দুটি ছক্কা। ২০২৩ সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্টে তিন অঙ্কের রান পেরলেন। তাও পারথের মতো কঠিন পিচে। মাঠে বসে স্বামীর ব্যাটিং বিক্রমের সাক্ষী থাকলেন কোহলিপত্নী অনুষ্কা শর্মা। সেঞ্চুরি করে বরাবরের মতো স্ত্রী অনুষ্কাকে মাঠ থেকে চুমু ছুড়ে দিতেও ভোলেননি ‘কিং’।
টেস্টে ৩০তম সেঞ্চুরি করলেন বিরাট। তার মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতেই সাতটা সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসে আর কোনও বিদেশি ব্যাটারের এই নজির নেই। গতি আর বাউন্সে ভরা পারথেই দুটি শতরান বিরাটের ঝুলিতে। সবমিলিয়ে ৮১তে পৌঁছে গেল কোহলির সেঞ্চুরির সংখ্যা। দীর্ঘ সেঞ্চুরি খরা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তনের যাবতীয় কৃতিত্ব অবশ্য স্ত্রীকেই দিলেন বিরাট। ব্যাটিং শেষে জানিয়ে গেলেন, “আমার ভালো-মন্দ দুই সময়েই পাশে পেয়েছি অনুষ্কাকে। ওর জন্যই সব কিছু সম্ভব হয়েছে।” সেই সঙ্গে বললেন, সবসময়ে দলের জন্যই খেলেছেন তিনি। পারথে দ্বিতীয়বার টেস্ট সেঞ্চুরি করতে পেরেও আপ্লুত বিরাট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য