স্যন্দন ডিজিটাল ডেস্ক। ২৫ সেপ্টেম্বর : ন’বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ছাগল চরাতে গিয়েছিল নির্যাতিতা বালিকা। এর কিছু ক্ষণ পর গ্রামের অদূরেই এক ক্ষেতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, আপাতত সুস্থ আছে সে।
সোমবার সন্ধ্যাতেই মোরেনা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে শিশু সুরক্ষা (পকসো) আইন ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে পুলিশের পাঁচটি দল। মঙ্গলবার ভোরে পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বুধবার ওই যুবককে আদালতে তোলা হবে।