Friday, February 14, 2025
বাড়িজাতীয়সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা : মায়াবতী

সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা : মায়াবতী

লখনউ, ২৯ মার্চ (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। একইসঙ্গে মায়াবতী জানিয়েছেন, সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে ‘বড় ভুল’ করেছেন মুসলিমরা। মঙ্গলবার টুইট করে মায়াবতী লিখেছেন, “উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বিজেপির অভ্যন্তরীণ যোগসাজশ সর্বজনবিদিত। তাঁরা বিধানসভা নির্বাচনকে হিন্দু-মুসলিম বিষয় বানিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, যা বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছিল।”

মায়াবতী টুইটারে আরও লেখেন, “সমাজবাদী পার্টিকে একতরফাভাবে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা। উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে হলে তা সংশোধন করতে হবে।” উত্তর প্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করেছে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি। ভোটের ফল ঘোষণার পরই মায়াবতী দাবি করেছিলেন, জঙ্গলরাজের ভয় ফিরে আসছে। এবার মায়াবতী জানালেন, সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে বড় ভুল করেছেন মুসলিমরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য