Friday, February 7, 2025
বাড়িজাতীয়সবাইকে অন্তর্ভুক্ত করে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

সবাইকে অন্তর্ভুক্ত করে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : নাগরিকদের “ভারতের বৈচিত্র্যকে শক্তিশালীকরণে” সবাইকে একত্রিত করে উৎসব উদযাপন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার ‘মন কি বাত’-এর ৮৭ তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আসুন আমরা সকলকে একসঙ্গে অন্তর্ভুক্ত করে আমাদের উত্সবগুলি উদযাপন করি, ভারতের বৈচিত্র্যকে শক্তিশালী করি। এটি আমাদের সম্মিলিত ইচ্ছা।”

এপ্রিল মাসে সারিবদ্ধ উৎসবের সংখ্যার তালিকা করে প্রধানমন্ত্রী মোদী, “আগামী মাসে অনেক উত্সব সারিবদ্ধ হয়েছে। নবরাত্রি আর মাত্র কয়েক দিন বাকি। নবরাত্রিতে, আমরা উপবাস করি, শক্তির সাধনা করি, শক্তির পূজা করি… অর্থাৎ, আমাদের ঐতিহ্য আমাদের উদযাপন এবং সংযম শেখায়।”‘অধ্যবসায়’ এবং ‘ধ্যান’ও আমাদের জন্য একটি উত্সব। তিনি যোগ করেন, “নবরাত্রির প্রথম দিনেই গুড়ি পাড়োয়া উৎসব হয়। ইস্টারও এপ্রিলে আসে এবং রমজানের পবিত্র দিনগুলিও শুরু হয়।”

প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর সময় গুজরাটের পোরবন্দরে সমুদ্রের কাছে মাধবপুর গ্রামে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ‘মাধবপুর মেলা’ নিয়েও কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, মেলা “মানুষকে ভারতের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।”প্রধানমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর পূর্বের রাজকন্যা রুকমণির সঙ্গে বিবাহ করেছিলেন। এই বিয়েটি পোরবন্দরের মাধবপুরে হয়েছিল এবং এই বিয়ের প্রতীক হিসেবে আজও মাধবপুরে মেলা বসে। প্রাচ্য ও পশ্চিমের মধ্যে এই গভীর সম্পর্ক আমাদের ঐতিহ্য। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রচেষ্টায় নতুন। মাধবপুর মেলায় এখন দিকগুলো যুক্ত করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য