Sunday, January 26, 2025
বাড়িজাতীয়মাথার মোট দাম ২০ লক্ষ! কাঠুয়ায় সেনা কনভয়ে হামলাকারী চার জঙ্গির স্কেচ...

মাথার মোট দাম ২০ লক্ষ! কাঠুয়ায় সেনা কনভয়ে হামলাকারী চার জঙ্গির স্কেচ প্রকাশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ আগস্ট:   কাঠুয়ার সেনা কনভয়ে হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির ছবি প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদের গতিবিধি সম্পর্কে খবর দিলে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে।

গত ৮ জুলাই কাঠুয়া জেলার সদর ১৫০ কিলোমিটার দূরে মাচেদি এলাকায় সেনা কনভয় লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় পাঁচ জন জওয়ান নিহত হন। গুরুতর আহত হন আরও ছয় জওয়ান। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসে ওই হামলা চালিয়েছিল বলে পুলিশের দাবি। সেনা কনভয়ে হানা দিতে তারা ব্যবহার করেছিল আমেরিকায় তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রেনেড।

পাশাপাশি, সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় তারা এম৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। উন্নত এই স্বয়ংক্রিয় অস্ত্রও আমেরিকান সংস্থার তৈরি। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, শেষ বার কাঠুয়া জেলার মলহারের ঢোক, বানি এবং সেওজধার এলাকায় ওই জঙ্গিদের দেখা গিয়েছে। কয়েক সপ্তাহ আগেই খবর মিলেছিল, জম্মুর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রয়েছে অনুপ্রবেশকারী ৪০ থেকে ৫০ জন জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিদের উপস্থিতির সম্ভাবনার কথা শনিবার মেনে নিয়েছে পুলিশও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য